বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকায়। মৃতের নাম কৃষ্ণ হেমব্রম (৬৭)।
বাড়ি নয়াগ্রাম থানার খড়িকামাথানি অঞ্চলের তালডিহা গ্রামে। সোমবার সকালে সারের বস্তা সাইকেলে নিয়ে চাষজমিতের দিকে যাচ্ছিলেন কৃষ্ণ।
ভাতভাঙা এলাকায় মোটরবাইকে সওয়ার তিন যুবক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে কৃষ্ণকে ধাক্কা মারেন। সাইকেল থেকে ছিটকে ছিটকে পড়ে গুরুতর চোট পান কৃষ্ণ। বাইক চালকও জখম হন। কৃষ্ণকে খড়িকামাথানি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়।
সোমবার বিকেলে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক কৃষ্ণকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ঝাড়গ্রাম পুলিশ মর্গ চত্বরে কৃষ্ণর বড় ছেলে বুধিয়া হেমব্রম বলেন, ‘‘বাবা সার বস্তা নিয়ে সাইকেল চালিয়ে চাষ জমিতে যাচ্ছিলেন। পিছন থেকে বাইক এসে ধাক্কায় মারায় বাবা পড়ে গিয়ে গুরুতর চোট পান। এমন ঘটবে কে জানত!