রাজ্য

“ইডি তোমাকেই বারে বারে ডাকছে কেন ?’’ – ইডির তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : “ইডি তোমাকেই বারে বারে ডাকছে কেন ?’’ – ইডির তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক - West Bengal News 24

“ইডি তোমাকেই বারে বারে ডাকছে কেন ? ডালমে নিশ্চয়ই কুছ কালা হ্যায়। তোমার কাকা মামাকে তো ডাকছে না! কালীঘাটের কাকুটা কে ?’’ শুভেন্দু অধিকারী এও দাবি করেন, ‘‘সরকারের কাছে, পুলিশের কাছে, কিংবা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের কাছে তিনি বিরাট কেউকেটা একজন মনে করা হলেও আইনের চোখে তিনি সন্দেহভাজন একজন অভিযুক্ত। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখন তাঁকে ডাকবে সেটা ওনাকে জিজ্ঞেস করে ডাকবে না।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের কেন্দ্রবিন্দুতে রাখেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের পর্যবেক্ষণে তদন্ত করছে। তাই তারা কাকে ডাকবে বা ডাকবে না তা একান্তই তাদের ব্যাপার। আমাদের এ ব্যাপারে বলার কিছু নেই। তবে তলবের পরেও যদি উনি সাড়া না দেন তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ইডিই বলতে পারবে। এ ব্যাপারে আমাদের কোনও হস্তক্ষেপ নেই।’’

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবারই যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে, তাই ‘কিছু তো আছেই’ বলে এদিন দাবি করেন শুভেন্দু। শুভেন্দুর কথায়, ‘‘বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করে না। কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইন আইনের পথেই চলবে। তদন্তে আমরা কোনও হস্তক্ষেপ করি না।’’ রবিবার অভিষেককে ইডির তলবের পর ফের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসক দল। ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই কেন তলব? প্রশ্ন শাসক শিবিরের।

আরও পড়ুন ::

Back to top button