Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনেই ইডির তলব! ‘৫৬ ইঞ্চি বুকের মডেলের ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক’ – প্রধানমন্ত্রীকে কটাক্ষ অভিষেকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনেই ইডির তলব! ‘৫৬ ইঞ্চি বুকের মডেলের ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক’ – প্রধানমন্ত্রীকে কটাক্ষ অভিষেকের

আগামী ১৩ তারিখ , বুধবার বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। ওই কমিটির সদস্য হিসাবে ওই দিন দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন একই দিনে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে সমন পাঠাল ইডি ?

এই প্রশ্ন তুলেই কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষে নিশানা করলেন অভিষেক। ট্যুইট পোস্টে তিনি লেখেন, ‘৫৬ ইঞ্চি বুকের মডেলের ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক না হয়ে পারছি না।’

সূত্রের খবর, ঐ দিন ইডি দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, নবজোয়ার যাত্রা চলাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আগে তলব করে অভিষেকেককে।

সেই সময় কলকাতার নিজাম প্যালেসে যান অভিষেক। ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে তাঁর জিজ্ঞাসাবাদ চলে। পরবর্তীকালে তাঁকে আবার তলব করা হয়। সেই সময় অবশ্য পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা দেননি তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড।

অভিষেককে কটাক্ষ করে শুভেন্দুর দাবি , “ইডি তোমাকেই বারে বারে ডাকছে কেন ? ডালমে নিশ্চয়ই কুছ কালা হ্যায়। তোমার কাকা মামাকে তো ডাকছে না ! কালীঘাটের কাকুটা কে ?’’ শুভেন্দু অধিকারী এও দাবি করেন, ‘‘সরকারের কাছে, পুলিশের কাছে , কিংবা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের কাছে তিনি বিরাট কেউকেটা একজন মনে করা হলেও আইনের চোখে তিনি সন্দেহভাজন একজন অভিযুক্ত।

তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখন তাঁকে ডাকবে সেটা ওনাকে জিজ্ঞেস করে ডাকবে না।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

আরও পড়ুন ::

Back to top button