বাংলায় বিনিয়োগ করবে স্পেন, চলতি বছরের বড় দিনের আগেই উৎপাদন শুরু, টুইটে উচ্ছসিত মমতা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বাংলায় বিনিয়োগ করবে স্পেন , চলতি বছরের বড় দিনের আগেই উৎপাদন শুরু , টুইটে উচ্ছসিত মমতা। এদিন মাদ্রিদে বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই ট্যুইটবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
An exciting development is on the horizon!
Tempe Grupo Inditex (Zara) , a major player in the textile industry, is expanding its operations. They are partnering with private entities to shift manufacturing to West Bengal, with production set to begin before Christmas 2023.… pic.twitter.com/5sww9Saqdh
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023
ট্যুইটে মুখ্যমন্ত্রী জানালেন, “স্পেনের অন্যতম বড় টেক্সটাইল সংস্থা Tempe Grupo Inditex (Zara) এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী। চলতি বছরে বড়দিনের আগেই এই সংস্থা উৎপাদন শুরু করতে পারে। Tempe এবং এর সহযোগী সংস্থাগুলির জন্য খুব ভাল জায়গায় ১০০ একরের জমি তুলে দেওয়া হতে পারে। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য আরও ভাল দিক উন্মোচন করার ইঙ্গিত দেয়।”
এদিন সকালে মাদ্রিদের রাস্তায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। করেছেন শরীরচর্চা। শাড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিংও করতে দেখা যায় তাঁকে। মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীত শিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর সেই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রে আঙুল ছোঁয়ান তিনি। সুর তোলেন ‘হাম হোঙ্গে কামিয়াবে’র।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বৈঠক করতেই সৌরভ এসেছেন লন্ডন থেকে। এর পাশাপাশি কলকাতার দুই শীর্ষ ক্লাবের কর্তাও এই বৈঠকে ছিলেন সম্ভবত, এমনটাই সূত্রের খবর।
Today, I attended the West Bengal Session with @LaLiga, Spain organised in partnership with WBIDC and ICC.
President Javier Tebas and I had an enriching discussion about the development of football in Bengal.
The session was attended by @SGanguly99 as well as representatives… pic.twitter.com/VI6jrAzfWP
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023