হোক না বয়স ৭২। শরীর ও মনে চির সবুজ ঝাড়গ্রামের সমিতা চট্টোপাধ্যায় (SOMITA)। ব্যাংককে এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস্ চ্যাম্পিয়নশিপে বয়স্কদের বিভাগে সোনা জিতলেন সমিতাদেবী। গত শনিবার ব্যাংককের গ্রান্ড হওয়ার্ড স্কোয়ার কনভেনশন সেন্টারে ওই প্রতিযোগিতার আয়োজনে ছিল ইউনিভার্সাল যোগা অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল। সেখানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তিনি।
এর আগে ভুবনেশ্বরে জাতীয়স্তরের যোগাসন প্রতিযোগিতায় ষাটোর্ধ্ব বিভাগে সোনা জিতেছেন ঝাড়গ্রামের সমিতা।
ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা সমিতা একজন মহিলা শিল্পদ্যোগী। ঝাড়গ্রামে তাঁর কারখানায় তৈরি হয় নানা ধরনের বিছানার চাদর। সেই চাদরের বাজার রয়েছে সারাদেশে। তবে গত ২৫ বছর ধরে ঝাড়গ্রামে নিজের যোগাসনের কেন্দ্রও চালান সমিতা। তাঁর কেন্দ্রে মূলত মহিলাদের যোগাসন শেখনো হয়।
সমিতাও নিয়মিত অনুশীলন করেন। ইতিপূর্বে দেশের বিভিন্ন প্রান্তে যোগাসন প্রতিযোগিতায় যোগ দিয়ে একাধিকবার প্রথম হয়ে সোনা জিতেছেন তিনি। স্বামী, ছেলে, বৌমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার। ঠাকুমা হলেও নিজেকে এখনও অষ্টাদশী মনে করেন সমিতা। বলেন, ‘‘মনটা সতেজ রেখে শরীরটাকেও ঝরঝরে রাখতে পেরেছি।’’