প্রযুক্তি

নিমেষের মধ্যে শেষ আপনার ফোনের ডেইলি ডাটা প্যাক? সমাধান লুকিয়ে আপনার মুঠোফোনেই

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নিমেষের মধ্যে শেষ আপনার ফোনের ডেইলি ডাটা প্যাক? সমাধান লুকিয়ে আপনার মুঠোফোনেই

বাড়িতে নেই ওয়াই ফাই, আবার ফোনের দ্বারা প্যাকের উপর ভরসা। প্রশ্ন হচ্ছে , আবার দুপুরের মধ্যে। বেশিরভাগ লোকই এমন প্যাক রিচার্জ করে , যা ১ জিবি , ১.৫ জিবি বা ২ জিবি দৈনিক ডেটা দেয়। ফলে কিছু না করেও নিমেষে শেষ হয়ে যায়।

প্রশ্ন কেন এত তাড়াতাড়ি শেষ হয় ফোনের ডাটা প্যাক? এর সবচেয়ে বড় কারণ আপনার ফোনের আপডেট। ফোনটিতে অনেক সিকিউরিটি ফিচার আছে, যা অটোমেটিকভাবে আপডেট হতে থাকে।

বেশিরভাগ মানুষই তাদের ফোনে অটোমেটিক আপডেট অন করে রাখেন। ফলে একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে আপডেট করা শুরু করে দেয়। আপনার অজান্তে ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়।

আরও পড়ুন :: গুগল ম্যাপে যেভাবে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন

এর জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ অপশনটি ক্লিক করুন।

এর পরে, সেই সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করুন, যেগুলি আপনি আপডেট করতে চান না। আর যদিও বা আপডেট করেন, সেটি যেন আপনার অনুমতিতে হয়। অর্থাৎ আপনার কাছে তার নোটিফিকেশন আসে।

মোবাইল ডেটাতে ক্লিক করুন এবং Allow background data usage অপশনটিকে ক্লিক করে, তা বন্ধ করে দিন।

এটি সমস্ত অ্যাপে অটো আপডেট বন্ধ করবে এবং ডেটা খরচও কমবে। ফলে আপনি অনেকক্ষণ আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোনও রকম সমস্যা দেখা যাবে না।

আরও পড়ুন ::

Back to top button