রাজ্য

উত্তর থেকে দক্ষিণ – রাজ্য জুড়ে সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update : উত্তর থেকে দক্ষিণ – রাজ্য জুড়ে সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি - West Bengal News 24

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুরে।

উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এক সপ্তাহ চলবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে রাজ্যের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য