স্পেন থেকে ফিরেই আবারো পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএমে আসেন। বিকেল ৪টে নাগাদ পৌঁছন তিনি। প্রায় সাড়ে ৭টা নাগাদ হাসপাতাল থেকে বের হন।
পায়ের পুরনো চোটের জায়গায় আবারও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার এমনই জানালেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডা: মণিময় বন্দ্যোপাধ্যায়। তিন মাস আগেও এখানেই চোট লেগেছিল মমতার। সে সময় উত্তরবঙ্গ সফরে ছিলেন। কপ্টার-দুর্বিপাকে পায়ে, কোমরে চোট পান। আগামী ১০ দিন চলাফেরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে বলে জানান মণিময় বাবু।
চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু মেডিক্যাল প্রসিডিওর-ও হয়েছে। মুখ্যমন্ত্রীকে কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। মেডিক্যাল সুপারভিশন তো চলবেই। সঙ্গে আগামী ১০ দিন চলাফেরার ক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হবে।”
চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর জয়েন্টে খুবই ব্যথা। এমআরআই করা হয়েছে। সঙ্গে কিছু রক্তের পরীক্ষাও করানো হয়েছে।