রাজনীতিরাজ্য

কিভাবে দিল্লির বুকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান ? রণকৌশল জানলেন অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : কিভাবে দিল্লির বুকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান ? রণকৌশল জানলেন অভিষেক - West Bengal News 24

কিভাবে দিল্লির বুকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হবে আন্দোলন ? রণকৌশল কি ? রবিবার রাতে বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে বৈঠকের পর এ কথা স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ আক্রমণাত্মক হলেও জমি না ছাড়ার প্রস্তাব দিয়েছেন অভিষেক।

যদিও বৈঠকে উপস্থিত শীর্ষ নেতাদের অনেকেই এই প্রস্তাব মানতে নারাজ। বঞ্চিতদের গায়ে হাত পড়ুক, এটা ঠিক হবে না বলে জানিয়েছেন বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন সহ তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকালের রণকৌশল স্থির করতে এদিন রাতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক বসে।

সেই বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন ঝাঁঝালো করার প্রস্তাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পারলে আমায় আটকান।

আমি কোনও তদন্তকারী সংস্থাকে এ চ্যালেঞ্জ করিনি। কিন্তু , দিল্লির মাটিতে দাঁড়িয়ে আরও একবার এ কথা বলে গেলাম।”

আরও পড়ুন ::

Back to top button