রাজ্য

পুজোর আগে কলকাতা রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখি অসন্তুষ্ট মেয়র, দিলেন দ্রুত মেরামতের নির্দেশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Firhad Hakim : পুজোর আগে কলকাতা রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখি অসন্তুষ্ট মেয়র, দিলেন দ্রুত মেরামতের নির্দেশ - West Bengal News 24

পুজোর আগে কলকাতার রাস্তা পরিদর্শনে নামলেন খোদ কলকাতার মহানাগরিক। কোন কোন জায়গায় রাস্তার হাল বেহাল – সেই সব ঘুরে দেখলেন তিনি। উত্তর কলকাতার বেশ কিছু রাস্তায় ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করলেও শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশ মেয়র।

রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত , শিয়ালদহ উড়ালপুলের উপর ট্রাম বন্ধ হয়ে গিয়েছে বটে। কিন্তু আইনি গেঁরোয় ট্রাম লাইন তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। গোলপার্কের দিকে বিভিন্ন রাস্তা পরিদর্শন করে দেখলেন মেয়র। যেখানে যেখানে খানা-খন্দ রয়েছে , সবটাই মেরামতের নির্দেশ মেয়রের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার ইউনেসকোর প্রতিনিধি দলের সঙ্গে অনেক বিদেশি নাগরিকরাও আসবেন কলকাতার শারদোৎসবে। এমন অবস্থায় কোলকাতার রাস্তায় বেহাল অবস্থা দ্রুত মেরামত করে নিতে চাইছে পুর প্রশাসন।

আরও পড়ুন ::

Back to top button