রাজনীতিরাজ্য

সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা দর্শনে গিয়ে সজল ঘোষের সাথে খোশ মেজাজে কৌস্তুভ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sajal Ghosh & Kaustav Bagchi : সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা দর্শনে গিয়ে সজল ঘোষের সাথে খোশ মেজাজে কৌস্তুভ - West Bengal News 24

লেবুতলা পার্কে ঠাকুর দেখতে গিয়ে সজলের সঙ্গে মুখোমুখি কৌস্তভ। ‘রাম মন্দিরে’র আদলে সেজে ওঠা পুজো মণ্ডপের সামনে খোশমেজাজে বেশ কিছুক্ষণ গল্প করলেন দু’জনে।

একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলেন। কৌস্তভের সঙ্গে তাঁর আইনজীবী বান্ধবী প্রীতি কর গিয়েছিলেন ঠাকুর দেখতে। এদিকে কৌস্তভকে দেখে, স্ত্রী তানিয়া ঘোষকেও ডেকে নেন সজল। আলাপ করিয়ে দিলেন কৌস্তভের সাথে।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম পৃষ্ঠপোষক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আবার কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচী। দুজনেই ভিন্ন রাজনৈতিক মেরুর। দুর্গা পুজোর মরশুমে রাজনীতির সব বেড়াজাল কাটিয়ে লেবুতলা পার্কে ধরা পড়ল এক ভিন্ন ছবি।

সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পাশাপাশি মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে কংগ্রেসের এই নেতাকে। তবে সেক্ষেত্রে ছিল ভিন্ন কারণ।

আরও পড়ুন ::

Back to top button