বলিউড
হলুদ শাড়িতে মোহময়ী, বাণিজ্য নগরীতে পরিবারের সাথে দুর্গাপুজোয় অভিনেত্রী কাজল
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বন্ধু ও পরিবারের সঙ্গে দুর্গাপুজোয় তারকা অভিনেত্রী কাজল।পারিবারিক পুজোর প্যান্ডেলে ব্যস্ত নায়িকাকে দেখা গিয়েছে। হলুদ ও লালের মিশেলে শাড়ির সাজে দেখা গিয়েছে নায়িকাকে।
খোঁপা করেছিলেন চুলে। প্যান্ডেলে বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা ও ছবি তুলে দেখা যায় কাজলকে।
রানি মুখোপাধ্যায়ও এই পুজোর অংশ। এখনও তাঁকে দেখা যায়নি। বলিউডেও লাগল দুর্গাপুজোর দোলা। ২০২১ সালে সাংস্কৃতিক ঐতিহ্যের আঙ্গিকে গোটা বিশ্বের সামনে দুর্গাপুজো ও উৎসব ইউনেস্কোর হেরিটেজ ঘোষিত হয়েছে।
প্রতি বছর বলিউড নায়িকা কাজল পারিবার নিয়ে দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন।