রাজ্য

সপ্তমীতে নবপত্রিকা স্নান – রাজ্য জুড়ে উৎসবের আমেজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সপ্তমীতে নবপত্রিকা স্নান - রাজ্য জুড়ে উৎসবের আমেজ

নবপত্রিকা স্নানের মাধ্যমে দেবীর আরাধনা শুরু। মণ্ডপে মণ্ডপে সেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শহর থেকে জেলা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মহোৎসবে মুখর গোটা বাংলা।

নবপত্রিকা মানে ন’টি গাছের পাতা। যা দেবীর রূপ হিসাবে পূজিত হয়। এই নবপত্রিকা স্নানের মধ্যে দিয়েই মূল পুজো শুরু হয়। কদলি, হলুদ, কচু, জয়ন্তী, বেল, দারিম, অশোক, মান ও ধান থাকে নবপত্রিকায়।

গঙ্গাস্নানের পর সাদা অপরাজিতার লতায় বেঁধে লাল শাড়ি জড়ানো হয়। ঠিক যেন টুকটুকে লাল বউ। এই নবপত্রিকাই কলা বউ। পুজোর চারটে দিন গণেশের পাশে দেখা যায় তাকে।

কলকাতার বাবুঘাট থেকে কংসাবতীর ধার, রীতি মেনেই চলছে নবপত্রিকা স্নান। নবপত্রিকা স্নানকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় ঘাটগুলিতে। মোট কথা রাজ্য জুড়ে উৎসবের আমেজ।

আরও পড়ুন ::

Back to top button