রাজ্য

আজ মহা ষষ্ঠী , আনন্দ উৎসবের মেগা সূচনা, শুধু প্যান্ডেল হপিং

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আজ মহা ষষ্ঠী , আনন্দ উৎসবের মেগা সূচনা, শুধু প্যান্ডেল হপিং

ঢাকের বোল উঠছে প্যান্ডেলে,প্যান্ডেলে ৷ আকাশও সকাল থেকেই পরিষ্কার৷ তাই আকাশে বাতাসে এখন দুর্গাপুজোর গন্ধে মাতোয়ারা বাঙালি ৷

দেবী দুর্গার এবারের আগমন এবং গমন দুটোই ঘোটকে যার অর্থ ছত্রভঙ্গ। তবে এবার ষষ্ঠী থেকেই প্যান্ডেল হপিং শুরু , বলা যেতে পারে আনন্দ উৎসবের মেগা সূচনা আজ থেকেই। আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুসারে, নবমী থেকে আকাশের মুখ ঢাকতে পারে মেঘে , হতে পারে বৃষ্টি৷ তাই কোনও চান্স নেওয়া নয়, উত্তর থেকে দক্ষিণ কলকাতা পঞ্চমীর রাতে জনজোয়ারে ভাসল গোটা কোলকাতা।

এখন মহালয়া থেকেই পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় বাঙালি দুর্গাপুজোয় মেতে ওঠে , তবে আজ সেই পুজোর আনন্দের বাড়তি আনন্দের দিন ৷ কারণ আজ মহাষষ্ঠী৷ পুজোতে বৃষ্টির ভ্রুকূটি রয়েছে এই কথা মাথায় রেখেই পঞ্চমীর রাত একেবারেই বয়ে যেতে দেয়নি কলকাতাবাসী৷ রাত জেগে চলল ঠাকুর দেখা৷

আরও পড়ুন ::

Back to top button