কলকাতা

সবই রয়েছে – সেই জাঁকজমক, ঐতিহ্য – তবে নেই শুধু কাছের মানুষ সুব্রত দা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Subrata Mukherjee : সবই রয়েছে – সেই জাঁকজমক, ঐতিহ্য – তবে নেই শুধু কাছের মানুষ সুব্রত দা - West Bengal News 24

ঐতিহ্য আর সাবেকিয়ানার মেলবন্ধন এবারও অটুট। তবু কোথাও যেন একটা শূন্যতা। কাছে না থাকার বেদনা। পুজোর ক’টা দিন মন্ডপ প্রাঙ্গনে গেলেই ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবু সাজে দেখা মিলতো তাঁর।

সাবেক প্রতিমা, অপরূপ মণ্ডপসজ্জা এবং একডালিয়া এভারগ্রিনের ঝাড়বাতি আজও আছে। আছে হাজার হাজার মানুষের ঢল। আলোর রোশনাই। জনস্রোত। নেই শুধু সুব্রত দা। শূন্যতা সেখানেই।

পুজোর ক’টা দিন মন্ডপ প্রাঙ্গনে গেলেই ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবু সাজে দেখা মিলতো তাঁর। আজ তিনি নেই – রয়েছে শুধুই শূন্যতা। একডালিয়া এভারগ্রিনের পুজো মানেই সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবেই পরিচিত।

তাই একডালিয়া এভারগ্রীন পুজো কমিটি তাদের প্রিয়, তাদের কাছের মানুষ, মনের মানুষ সুব্রতাকে সঙ্গে নিয়েই এবারেও শারদ উৎসবে আঁকড়ে ধরে রেখেছে।

মণ্ডপের মূল প্রবেশদ্বারে ঢোকার ঠিক পাশেই জ্বলজ্বল করছেন তিনি। তবে কিন্তু ছবিতে। একডালিয়া এভারগ্রীন পুজোর সঙ্গে এবছরও মিলেমিশে একাকার হয়ে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

তাদের প্রিয় নেতা দাদা জননেতা, চিরসবুজ হয়েই থাকবেন আজীবন। বলছে একডালিয়া এভারগ্রিন।

আরও পড়ুন ::

Back to top button