কলকাতা

মরশুমে প্রথমবার কুড়ির নীচে নামল কলকাতার তাপমাত্রা, তাহলে কি দুয়ারে শীত ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মরশুমে প্রথমবার কুড়ির নীচে নামল কলকাতার তাপমাত্রা, তাহলে কি দুয়ারে শীত ?

মরশুমে প্রথমবার কুড়ির নীচে নামল কলকাতার তাপমাত্রা। তাহলে কি দুয়ারে শীত ? কালীপুজো-দীপাবলী পার হয়ে গেলেও শীত যেন অধরা ছিল কলকাতায়। জগদ্ধাত্রী পুজোর পরই শহরে পারদ পতন শুরু হয়েছে। মরশুমে এই প্রথম কলকাতার পারদ নেমেছে ২০ ডিগ্রির নিচে। বৃহস্পতিবার আলিপুরের তাপমাত্রা ১৯.১ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর , কলকাতায় এই প্রথম পারদ এতটা নিচে নামল। হাওয়া অফিস সূত্র খবর , নভেম্বর শেষে আবার ঠান্ডায় কাঁটা পড়তে পারে। কারণ , দুশ্চিন্তা বাড়িয়ে ফের সাগরে দানা বাঁধতে চলেছে গভীর নিম্নচাপ। মৌসম ভবন জানিয়েছে, ২৫ নভেম্বর দক্ষিন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত হাজির হতে চলেছে।

২৬ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। ২৭ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে সাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলে ফের বাধা পাবে ঠান্ডা, বাধা পড়বে পারদ পতনে। পিছবে শীতের আগমন।

উত্তরবঙ্গে শীতের ইনিংস শুরু হয়েছে। বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে। যদিও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারদ পতন চলছে। পশ্চিমী জেলা পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান, বোলপুরে বেশ ভালো ঠান্ডা। অবশ্যক জাঁকিয়ে শীতের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বঙ্গোপসাগরে নতুন করে আপাতত কোনও নিম্নচাপের লক্ষণ নেই।

আরও পড়ুন ::

Back to top button