প্রযুক্তি

গত ১০ বছর ধরে Aadhaar Card আপডেট করেননি? আপনার জন্য সমূহ বিপদ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গত ১০ বছর ধরে Aadhaar Card আপডেট করেননি? আপনার জন্য সমূহ বিপদ

গত ১০ বছর ধরে Aadhaar Card আপডেট করেননি ? আপনার জন্য সমূহ বিপদ। ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এর মধ্যেই করতে হবে Aadhar Card Update।

১৪ ডিসেম্বরের মধ্যে UIDAI তার ব্যবহারকারীদের কাছে এক টাকাও চার্জ করবে না আধারের যে কোনও আপডেটের জন্য।

Aadhaar Update কীভাবে করবেন ?

  • আধার আপডেট করতে প্রথমেই আপনাকে চলে যেতে হবে UIDAI ওয়েবসাইটে। সেখানে একটা Log In ID এবং পাসওয়ার্ড ক্রিয়েট করুন।
  • এখান থেকে চলে যান MY Aadhar অ্যাপ। সেখানে ড্রপ ডাউন মেনু থেকে Update Your Aadhar সিলেক্ট করুন।
  • আপনার আধার নম্বরটি দিয়ে দিন। Update Aadhar Details (অনলাইন) পেজটিতে ক্লিক করলেই আপনার নম্বরে পৌঁছে যাবে একটি ক্যাপচা ভেরিফিকেশন কোড। তারপরে Send OTP অপশনে ক্লিক করুন।
  • ফোনে যে OTP পেলেন, সেটি দিয়ে দিন এবং Log In ক্লিক করুন।
  • আপনার ডেমোগ্রাফিক ডিটেলগুলি দিয়ে দিন , যেগুলিকে বদলাতে চান। Submit অপশনে ট্যাপ করুন।
  • যা-যা জরুরি ডকুমেন্টের প্রয়োজন, সেগুলি এক-এক করে দিয়ে দিন।
  • প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে Submit Update Request অপশনে ক্লিক করুন।

UIDAI বলছে, আপনার ঠিকানা পরিবর্তিত হতে পারে। জীবনে বিয়ের মতো বড় ইভেন্ট আসতে পারে। আপনি বিবাহিত হওয়ার পরে আধার কার্ডে স্টেটাসটা বদলে ফেলা জরুরি। তেমনই আবার আপনার মোবাইল নম্বর পরিবর্তিত হতে পারে। সেই নতুন নম্বর দিয়ে আপনার আধার আপডেট করে নিতে হবে।

এর মাধ্যমে একটাই বিষয় নিশ্চিত করা মূল লক্ষ্য, প্রতারনা এড়াতে আধারের সব তথ্য যেন আপডেটেড থাকে।

আরও পড়ুন ::

Back to top button