কর্ম সন্ধান

হন্যে হয়ে চাকরি খুঁজছেন? কর্মী নিয়োগের ঘোষণা টাইটানের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Titan Recruitment 2023 : হন্যে হয়ে চাকরি খুঁজছেন? কর্মী নিয়োগের ঘোষণা টাইটানের - West Bengal News 24

কর্মী নিয়োগের ঘোষণা করল টাইটান কোম্পানি। মঙ্গলবার টাইটান কোম্পানির তরফে ৩ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করা হয়। আগামী ৫ বছর ধরে এই নিয়োগ করা হবে।

বিবৃতিতে টাইটান জানিয়েছে, আগামী ৫ বছরের মধ্যে ১ লক্ষ কোটির ব্যবসায় পরিণত হতে চলেছি আমরা। এই লক্ষ্যেই আগামী ৫ বছরে ৩ হাজার দক্ষ কর্মী নিয়োগ করা হবে।

এতে সংস্থার উন্নয়ন ও উদ্ভাবনে গতি আসবে এবং ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আরও মজবুত হবে।

টাইটানের মানব সম্পদ বিভাগের প্রধান জানান, সংস্থা মোট কর্মীর ৬০ শতাংশই বিভিন্ন মেট্রো শহরে রয়েছেন এবং বাকি ৪০ শতাংশ কর্মী টায়ার ২ ও টায়ার ৩ শহরে বসবাস করেন।

বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তার দিকেও জোর দিচ্ছে টাইটান। টাইটান সংস্থার তরফে জানানো হয়েছে, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ নতুন প্রজন্মের কর্মীদের নিয়োগ করতে আগ্রহী সংস্থা।

আরও পড়ুন ::

Back to top button