জানা-অজানা

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

বয়স সংখ্যা মাত্র , সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে ? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত , বর্তমান সময়ে বহু সত্তরোর্ধ্ব ব্যক্তি দেশ শাসনের মতো গুরু দায়িত্ব সামলাচ্ছেন।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

১. নরেন্দ্র মোদী :
পরপর দুই দফায় বিপুল ভোটে জেতার পর, ২০২৪ সালে ফের ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৩ বছর বয়সে তিনি ভারতের মতো বিশাল দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন শুধু নয়, কেন্দ্রের শাসক দল বিজেপির প্রধান নেতা বা দলের মুখের ভূমিকাতেও সমান সক্রিয় নমো। প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচন গুলিতেও দলের তরফে প্রধান প্রচারক তিনি।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

২. শি জিনপিং :
২০১৩ সাল থেকেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর আগে পর্যন্ত চিনে নিয়ম ছিল, যে কোনও ব্যক্তি সর্বোচ্চ দুই বার প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। কিন্তু, ২০১৮ সালে তাঁর প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর সংবিধান সংশোধন করে নিয়মটি বদলে নিয়েছিলেন জিনপিং। ফলে এখন তিনি যতদিন খুশি প্রেসিডেন্ট থাকতে পারবেন। বর্তমানে তাঁর বয়স ৭০ বছর।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?
President Joe Biden holds his face mask as he speaks during an event to commemorate the 50 millionth COVID 19 shot in the South Court Auditorium on the White House campus Thursday Feb 25 2021 in Washington AP PhotoEvan Vucci

৩. জো বাইডেন :
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম আলোচ্য বিষয় ছিল দুই প্রার্থীর বয়স। ডোনাল্ড ট্রাম্পের বয়স ছিল ৭৪, বাইডেনের ৭৮। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর, তিনি আদৌ শারীরিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ধকল নিতে পারবেন কি ? সেই প্রশ্ন উঠেছিল। আজ তিনি ৮১। এমনকি ২০২৪-এ তিনি ফের প্রার্থী হতে পারেন।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

৪. আনওয়ার ইব্রাহিম :
মালয়েশিয়ার সংসদে বেশ কয়েকবার বিরোধী দলনেতার আসনে বসা এবং মাহাথির মহম্মদের মন্ত্রীসভায় উপ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ক্যাবিনেট পদের দায়িত্ব সামলানোর পর, ২০২২-এ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন আনওয়ার ইব্রাহিম। বর্তমানে তাঁর বয়স ৭৬।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

৫. লুলা দ্য সিলভা :
২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা দ্য সিলভা। বোলসোনারোকে রাষ্ট্রপতির পদ থেকে সরাতে, ২০২২-এ তিনি ফের প্রার্থী হন এবং জয়ী হয়ে বর্তমানে ফের প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৭৮।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

৬. সিরিল রামাফোসা :
২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদে আছেন সিরিল রামাফোসা। ২০২০ সাল থেকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সনের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে তঁর বয়স ৭১।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

৭. বেঞ্জামিন নেতানিয়াহু :
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এই মুহূর্তে গোটা বিশ্বের চর্চায় রয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১৯৯৬, ১৯৯৯, ২০০৯, ২০২১, ২০২২ –পাঁচ-পাঁচ বার ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমানে ৭৪ বছর বয়সে, হামাস বিরোধী যুদ্ধ এবং সেই যুদ্ধকে ঘিরে আরব দেশগুলি সহ আন্তর্জাতিক মহলের চাপ সামলাচ্ছেন নেতানিয়াহু।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

৮. আন্দ্রেস মানুয়েল লোপেজ অর্বাডোর :
২০১৮-র ডিসেম্বর থেকে মেক্সিকোর প্রেসিডেন্ট পদে আছেন আন্দ্রেস মানুয়েল লোপেজ অর্বাডোর। বর্তমানে তাঁরও বয়স ৭০ বছর।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

৯. বোলা তিনুবু :
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর বয়স এখন ৭১।

বয়স সংখ্যা মাত্র, সত্তরের পরও বিশ্ব কাঁপাচ্ছেন এই রাষ্ট্রনেতারা – তালিকায় কে কে?

১০. ভ্লাদিমির পুতিন :
সেই ১৯৯৯ সাল থেকে হয় প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে রাশিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ভোট হলেও তাঁকে একপ্রকার একনায়কই বলা যায়। বর্তমানে তাঁর দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। যার জেরে, পশ্চিমী দেশগুলির একগুচ্ছ নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। ৭১ বছর বয়সে এই সমস্ত সামলাচ্ছেন পুতিন। পশ্চিমী সংবাদমাধ্যম গুলিতে প্রায়শই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ক্যানসার, পার্কিনসনস ডিজিজ-র মতো রোগে আক্রান্ত তিনি বলে দাবি করা হয়। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বরাবরই এই সকল অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য , সত্তরের ঘরে বয়স পৌঁছলেই ধরে নেওয়া হয়, মানুষের অবসরের সময়। পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে এখন দৈনন্দিন কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সময়। তা ভুল প্রমাণ করেছেন এঁরা। সত্তরের পরও তাঁরা সমান সক্রিয়। সত্তর পেরিয়েও তাঁরা রাষ্ট্রনেতার ব্যস্ত কর্মসূচির সঙ্গে নিজেদের দিব্যি মানিয়ে নিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button