জাতীয়

৪০০ ঘণ্টা পর মুক্তি , সুস্থ ৪১ জন শ্রমিক – শ্রমিকদের সাথে ফোনে বার্তালাপ উৎকণ্ঠায় থাকা প্রধানমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৪০০ ঘণ্টা পর মুক্তি , সুস্থ ৪১ জন শ্রমিক – শ্রমিকদের সাথে ফোনে বার্তালাপ উৎকণ্ঠায় থাকা প্রধানমন্ত্রীর

রুদ্ধশ্বাস , অসম্ভবকে সম্ভব করে তোলা। প্রায় ৪০০ ঘণ্টা পর মুক্তি। বন্দিদশা কাটল উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের। অবশেষে অবসান ১৭ দিনের প্রতীক্ষার।

উদ্ধারকারী দল, আটকে থাকা শ্রমিকদের পরিবারের মতোই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজ যাতে দ্রুত শেষ হয় এবং শ্রমিকদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়, তার জন্যও তাগাদা দেন প্রধানমন্ত্রী। সুড়ঙ্গ থেকে বেরিয়ে শ্রমিকরা একটু স্থিতিশীল হতেই তাদের সঙ্গে ফোনেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।

৪০০ ঘণ্টা পর মুক্তি , সুস্থ ৪১ জন শ্রমিক – শ্রমিকদের সাথে ফোনে বার্তালাপ উৎকণ্ঠায় থাকা প্রধানমন্ত্রীর

যত সময় কাটছিল এবং উদ্ধারকাজে বাধা আসছিল, ততই উৎকণ্ঠা বাড়ছিল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিককে নিয়ে। মঙ্গলবার ৪১ শ্রমিক উদ্ধার হওয়ার খবর পেতেই স্বস্তির নিঃশ্বাস নেন প্রধানমন্ত্রী মোদী।

এক্স হ্যান্ডেলে তিনি উদ্ধারকারী দলকে এই দুঃসাহসিক উদ্ধারকাজের জন্য বাহবা দেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে মঙ্গলবার রাতে একে একে উদ্ধার করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। তাঁদের উদ্ধার করতে খোঁড়া ‘ইঁদুরের গর্ত’(যার পোশাকি নাম ‘র্যা ট-হোল মাইনিং’) দিয়েই উদ্ধার করা হয় সুড়ঙ্গে আটক শ্রমিকদের।

আরও পড়ুন ::

Back to top button