কর্ম সন্ধান

এনআইএ, অসম রাইফেলস সহ বিএসএফ, সিআইএসএফে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি জারি স্টাফ সিলেকশন কমিশনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Staff Selection Commission Recruitment 2023 : এনআইএ, অসম রাইফেলস সহ বিএসএফ, সিআইএসএফে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি জারি স্টাফ সিলেকশন কমিশনের - West Bengal News 24

স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এসএসসি-র তরফে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, এনআইএ, অসম রাইফেলস, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি সহ একাধিক ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে।

হিন্দি ও ইংরেজি ভাষায় কম্পিউটার বেসড পরীক্ষা এবং পরবর্তী ধাপে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিক্যাল এগজামিনেশন ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

১. বিএসএফ – ২৭,৮৭৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

২. সিআইএসএফ – ৮৫৯৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

৩. সিআরপিএফ – ২৫৪২৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

৪. এসএসবি – ৫২৭৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

৫. আইটিবিপি – ৩০০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

৬. এআর – ৪৭৭৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

৭. এসএসএফ – ৫৮৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

৮. এনআইএ – ২২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭৫ হাজার ৭৬৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮ ডিসেম্বর।

এই শূন্যপদে আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ২৩ বছর ধার্য করা হয়েছে।

তবে সংরক্ষিত শ্রেণিগুলির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম বা সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এই শূন্যপদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, অবসরপ্রাপ্ত ও মহিলা আবেদন ফি জমা দিতে হবে না।

আরও পড়ুন ::

Back to top button