প্রযুক্তি

দেশের কিছু নির্বাচিত এলাকায় 5G পরিষেবা শুরু করল VI – প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Vodafone Idea 5G Live : দেশের কিছু নির্বাচিত এলাকায় 5G পরিষেবা শুরু করল VI – প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে - West Bengal News 24

Vi-এর সিম ব্যবহার করেন, তাহলে এবার থেকে 5G পরিষেবা পেয়ে যাবেন।

ভারতীয় টেলিকম কোম্পানি Vi দেশের কিছু নির্বাচিত এলাকায় 5G পরিষেবা শুরু করেছে। এটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০২২ সালে প্রেস রিলিজের মাধ্যমে কোম্পানি জানিয়েছিল 3G , 4G ,বা পুরনো পরিষেবাগুলির তুলনায় 5G পরিষেবার সাহায্যে মানুষ যে কোনও জিনিস দ্রুত ডাউনলোড করে নিতে পারবে।

১. প্রথমে আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে।

২. তারপর আপনাকে আপনার Vi Connection টি সিলেক্ট করতে হবে। যদি আপনার এলাকায় 5G থাকে, তাহলে আপনাকে পছন্দের নেটওয়ার্ক টাইপ 5G তে পরিবর্তন করতে হবে।

৩. আপনি যদি 5G নেটওয়ার্ক ব্যবহার না করেন, তবে ফোনটি পুনরায় চালু করতে পারেন।

৪. তবে Jio এবং Airtel তাদের নির্বাচিত প্ল্যান গুলিতে আপনি আনলিমিটেড 5G পরিষেবা পেয়ে যাবেন। কিন্তু Vi এর পক্ষ থেকে এ ধরনের কোনও ঘোষণা করা হয়নি।

Vi এর 5G পরিষেবা প্রথমে পুনে এবং দিল্লির কিছু এলাকায় দেওয়া হবে। ২০২২ এ কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের 4G সিম কার্ড পরিবর্তন করতে হবে না। কারণ এই সিমে 5G কাজ করবে, তবে এর জন্য থাকতে হবে একটা 5G স্মার্ট ফোন।

আরও পড়ুন ::

Back to top button