রাজ্য

বিকশিত ভারত কর্মসূচির কোঅর্ডিনেশন সেন্টার সল্টলেকে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

C. V. Ananda Bose : বিকশিত ভারত কর্মসূচির কোঅর্ডিনেশন সেন্টার সল্টলেকে - West Bengal News 24

কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত কর্মসূচির কোঅর্ডিনেশন সেন্টার সল্টলেকের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলকাতা অফিসে স্থাপন করা হবে। বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘোষণা করেন।

রাজ্যপাল বলেন, “বিকশিত ভারত কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে চায় কেন্দ্রীয় সরকার। এই কর্মসূচির কোঅর্ডিনেশনের জন্য একটি কেন্দ্রীয় অফিসের প্রয়োজন ছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলকাতা অফিসটি এই কাজে উপযুক্ত বলে মনে করা হয়েছে।”

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এই সিদ্ধান্তে আমরা আনন্দিত। এই অফিসটি বিকশিত ভারত কর্মসূচির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বিকশিত ভারত কর্মসূচির অধীনে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবহন, কৃষি, শিল্প, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার মোট ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে।

আরও পড়ুন ::

Back to top button