জাতীয়

গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে কতদিন পর্যন্ত বায়োমেট্রিক – ডেডলাইন জানিয়ে দিল কেন্দ্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে কতদিন পর্যন্ত বায়োমেট্রিক - ডেডলাইন জানিয়ে দিল কেন্দ্র

গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। গ্যাসের ডেলিভারি ম্যানের কাছেই মোবাইলে একটি বিশেষ অ্যাপ থাকবে। সেখানেই গ্রাহকের আঙুলের ছাপ বা মুখ স্ক্যান করা হবে। আপডেট হয়ে যাবে বায়োমেট্র্রিক।

কোনও গ্রাহক চাইলে গ্যাসের দোকানে গিয়েও কেওয়াইসি আপডেট করাতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করানো হলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি। বেকায়দায় পড়েছে আমজনতা।

৩১ ডিসেম্বরের এই বায়োমেট্রিক আপডেট করাতে হবে। হাতে মাত্র আর কয়েকদিন। তার মধ্যেই আপডেট করাতে হবে বায়োমেট্রিক। না হলে নতুন বছর থেকে পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি। কেন্দ্রের নির্দেশিকা ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button