দার্জিলিং

মোতায়েন সামরিক সজ্জা, হামলা করলে চীনকে গুঁড়িয়ে দিতে দ্বিধা করবে না ভারতীয় সেনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মোতায়েন সামরিক সজ্জা, হামলা করলে চীনকে গুঁড়িয়ে দিতে দ্বিধা করবে না ভারতীয় সেনা

আগেই মিলেছিল এ খবর। লালফৌজ যেভাবে শিলিগুড়ি করিডোরকে টার্গেট করেছে তাঁর মোকাবিলায় ভারত কতটা তৈরি ? এবার লাল ফৌজকে ফাঁদে ফেলতে পরিকল্পনা তৈরী ভারতীয় সেনার।

সূত্রের খবর , বাংলার মাটি থেকে পাল্টা হামলার রণকৌশল তৈরি করছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। সূত্রের খবর, হাসিমারার রাফাল ইউনিটের উপর রয়েছে গুরু দায়িত্ব। চিনের আক্রমণ হলেই প্রথম জবাব দেওয়ার কথা হাসিমারা এয়ারবেসের। সেনা সূত্রে খবর , যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি আমাদের পৃথ্বি , অগ্নি , বজ্রের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল। যদিও এগুলি মূলত স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল।

মজুত রয়েছে ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি সুখোই এমকে-৩০, মিগ-২৭, তেজস। চিনের হামলার আশঙ্কা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে মিসাইল ডিভিশনের সেরা অস্ত্র ব্রহ্মস।

ড্রাগনের রক্তচক্ষু গেলে দিতে তৈরী রাশিয়ার এস ৪০০ মিসাইল ডিফেন্স। বর্তমানে নিয়ন্ত্রণ রেখায় সবকটা পয়েন্টে সজাগ দৃষ্টি রেখে চলেছে সেনা। মোট কথা , চীন যদি ভারতের দিকে চোখ তুলে তাকায় তাহলে চীনের বিষদাঁত ভেঙে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ভারতীয় সেনা।

আরও পড়ুন ::

Back to top button