বর্ধমান

কেন্দ্রের ফিট সার্টিফিকেট ছিল, তাহলে কোন কারনে ভাঙল বর্ধমান স্টেশনের ট্যাঙ্ক ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bardhaman Station Accident : কেন্দ্রের ফিট সার্টিফিকেট ছিল, তাহলে কোন কারনে ভাঙল বর্ধমান স্টেশনের ট্যাঙ্ক ? - West Bengal News 24

কোন কারনে ভাঙল বর্ধমান স্টেশনের ট্যাঙ্ক ? কেন্দ্রের ফিট সার্টিফিকেট ছিল। তবে এই ঘটনায় তিন জনের তদন্ত কমিটি তৈরি হয়েছে। ভাঙা ট্যাঙ্কের অংশ ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে পাঠানো হয়েছে। গত ডিসেম্বরে যে চেকিং হয়েছিল তাতে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল ১৩০ বছরের পুরনো ওই ট্যাঙ্ককে।

চলতি ডিসেম্বরেই পুনরায় চেক হওয়ার কথা ছিল। যে প্ল্যাটফর্মে ট্যাঙ্কটা ছিল সেখানে আর নতুন কোনও ট্যাঙ্ক বানানো হবে না। প্রসঙ্গত , বর্ধমানের ঘটনার পরে সতর্ক রেল। টিনের তৈরি কোনও ট্যাঙ্কেই ভরা যাবে না ৬০ শতাংশের বেশি জল।

হাওড়া ডিভিশনে প্রায় ৩৫ টা টিনের ট্যাঙ্ক রয়েছে। প্ল্যাটফর্মের পাশে বানানো হবে নতুন ট্যাঙ্ক। প্রতিটি ট্যাঙ্কের চেকিং করানো হবে থার্ড পার্টিকে দিয়ে। বর্ধমানের ট্যাঙ্কের দুর্ঘটনার কারণ এখনও অজানা রেলের।

এক্স-গ্রাশিয়ার সামগ্রিক পরিমাণ বৃদ্ধি করে, রেল মন্ত্রক বর্ধমান স্টেশনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বর্ধিত এক্স-গ্রাশিয়া পেমেন্টের কথা ঘোষণা করেছেন। ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের আত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button