বর্ধমান

বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু ৩, আহত অন্তত ২৭

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bardhaman Rail Station Accident : বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু ৩, আহত অন্তত ২৭ - West Bengal News 24

বুধবার বেলা সাড়ে বারোটার দিকে বর্ধমান রেল স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৭ জন।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে গাদাগাদি ভিড় ছিল। আচমকা ট্যাঙ্ক ভেঙে পড়ায় মুহূর্তে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ওই প্ল্যাটফর্মে যাত্রীদের বসার একটি শেড ছিল। ট্যাঙ্কটি হুড়মুড় করে সেই শেডের উপর পড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় আরপিএফ এবং দমকল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

এই ঘটনায় বর্ধমান স্টেশনে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button