পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে,২৬ শে অক্টোবর যে মা কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল সেই মা কার্নিভালের ফলাফল প্রকাশিত হলো।
প্রথম হয়েছে বর্ধমানের লাল্টু স্মৃতি সংঘ,যাদের এবারের থিম ভাবনা ছিল সোনার বাংলা।
দ্বিতীয় হয়েছে সবুজ সংঘ,যাদের এবারের থিম ভাবনা মায়ানমারের স্বর্ণমন্দির।
যুগ্ম দ্বিতীয় হয়েছে আলমগঞ্জ বারোয়ারি,যাদের এবারের থিম ভাবনা ছিল দৌড় অন্তহীন।
তৃতীয় হয়েছে ন্যাচারাল সিটি আবাসন পুজো কমিটি।
চতুর্থ হয়েছে লক্ষীপুর মাঠ দুর্গা পূজা কমিটি,যাদের এবারের থিম ভাবনা ছিল দ্যুতি।
পঞ্চম হয়েছে দু নং শাখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘ পূজা কমিটি, যাদের এবারের থিম ভাবনা ছিল কাঁটাতার।
ষষ্ঠ স্থান লাভ করেছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ,যাদের এবারের থিম ভাবনা ছিল তান্ত্রিক।
সপ্তম স্থান অধিকার করেছে পারবীরহাটা নিবেদিতা সংঘ।
অষ্টম স্থান লাভ করেছে কেশবগঞ্জ বারোয়ারি,যাদের এবারের থিম ভাবনা ছিল দুই পৃথিবী।
নবম স্থান লাভ করেছে রথতলা দুর্গাপূজা সমন্বয় সমিতি।
দশম স্থান লাভ করেছে ইছলাবাদ ইয়ুথ ক্লাব,যাদের এবারের থিম ভাবনা ছিল দেখবো এবার মাকে তোমার দৃষ্টিতে।
২৭ টি পূজা কমিটিগুলির মধ্যে এই ১১ টি পূজা কমিটিকে পুরস্কৃত করা হবে এছাড়াও বাকি অংশগ্রহণকারী পূজা কমিটি গুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।