শিক্ষা

ক্রমিক নম্বর অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাধিক জেলায় পর্যালোচনামূলক বৈঠক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ক্রমিক নম্বর অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাধিক জেলায় পর্যালোচনামূলক বৈঠক

ক্রমিক নম্বর অনুযায়ী ছাত্র-ছাত্রীদের দিতে হবে প্রশ্নপত্র। শুধু তাই নয় সেই ক্রমিক নম্বর থাকবে সিরিয়ালি। অর্থাৎ কোন প্রশ্নপত্র কোন পরীক্ষার কেন্দ্রের, কোন পরীক্ষার ঘরে থাকছে তা সহজেই চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাধিক জেলায় পর্যালোচনামূলক বৈঠক করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে বলেই অনুমান সংসদের আধিকারিকদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে মূলত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় সিরিয়ালি দেওয়া হবে প্রশ্নপত্র।

প্রশ্নপত্র ক্রমিক নম্বর অনুযায়ী না দিলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে সংসদ বলেও একাধিক বৈঠকে ইঙ্গিত দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলেই জানা গিয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তাকে মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন ::

Back to top button