জাতীয়

পাঁচ বছরে রেকর্ড সম্পদের অধিকারী রিলায়েন্স গ্রুপ, ছক্কা হাঁকিয়েছেন মুকেশ আম্বানি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mukesh Ambani : পাঁচ বছরে রেকর্ড সম্পদের অধিকারী রিলায়েন্স গ্রুপ, ছক্কা হাঁকিয়েছেন মুকেশ আম্বানি - West Bengal News 24

টিসিএস আর ইনফোসিসের মতো সংস্থাও নেই ধারে কাছে, গত পাঁচ বছরে রেকর্ড সম্পদের অধিকারী রিলায়েন্স গ্রুপ। কেবলমাত্র ২০২৩ সালের নয়, গত ৫ বছরে সবথেকে বড় সম্পদ প্রস্তুতকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এমনটাই জানাচ্ছে মতিলাল অসওয়ালের রিপোর্ট।

ওই রিপোর্ট যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে, ২০২৩ সালে ৯.৬ কোটি লাখ টাকার সম্পদ তৈরি করতে পেরেছে রিলায়েন্স। টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, ভারতী এয়ারটেল সবাইকে ছাপিয়ে গিয়েছে এই সংস্থা। সম্পদ তৈরির নিরিখে সবার আগে রিলায়েন্স।

দেশের সেরা পাঁচটি সম্পদ সৃষ্টিকারী কোম্পানির তালিকাটা দেখুন……

১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড- ৯,৬৩,৮০০ কোটি

২) টাটা কনসালটেন্সি সার্ভিসেস- ৬,৭৭,৪০০ কোটি টাকা

৩) আইসিআইসিআই ব্যাঙ্ক- ৪.১৫,৫০০ কোটি টাকা

৪) ইনফোসিস- ৩.৬১,৮০০ কোটি টাকা

৫) ভারতী এয়ারটেল- ২,৮০,৮০০ কোটি টাকা।

তবে গত পাঁচ বছরে সবথেকে দ্রুততার সঙ্গে কোনও কোম্পানি যদি সম্পদ তৈরি করতে পারে সেটা লয়েড মেটালস। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই লয়েড মেটালস সম্পদ তৈরিতে কার্যত ছক্কা হাঁকিয়েছে। এই কোম্পানি বার্ষিক বৃদ্ধির পরিমাণ প্রায় ৭৯ শতাংশ। যদিও লয়েড মেটালস একটি লো প্রোফাইল কোম্পানি।

আরও পড়ুন ::

Back to top button