আন্তর্জাতিক

ফের ফিরে আসছে মাস্ক আতঙ্ক! সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ায় ফের থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

New COVID Variant : ফের ফিরে আসছে মাস্ক আতঙ্ক! সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ায় ফের থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস - West Bengal News 24

বিশ্বজুড়ে ফের থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তো কোভিড রোগীর সংখ্যা দিন দিন অতিরিক্ত হারে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে এবার বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক হল। ফের ফিরে আসছে মাস্ক-আতঙ্ক!

বিমানবন্দরে আগত সকলকে কোভিডের দুটি টিকা নিয়ে থাকতে হবে। করোনা মোকাবিলায় সরকারের তরফে আগের মতো দূরত্ববিধি মেনে চলা , বারবার হাত স্যানিটাইজ করার আবেদন জানানো হয়েছে। কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে ইন্দোনেশিয়া সরকার। পরিস্থিতি সামাল দিতে মাস্ক পরা সহ করোনা বিধি মেনে চলার উপর জোর দিচ্ছে প্রশাসন।

গত কয়েক সপ্তাহে হাসপাতালগুলিতে এমনকি আইসিইউয়ে করোনা রোগীর ভিড় বেড়েছে। করোনার শেষ ভ্যারিয়ান্ট BA.2.86 এর প্রজাতি JN.1 সংক্রমণ ছড়াচ্ছে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষত , বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন ::

Back to top button