আন্তর্জাতিক

চপার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট-বিদেশমন্ত্রী রাইসি

Ebrahim Raisi : চপার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট-বিদেশমন্ত্রী রাইসি - West Bengal News 24

চপার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উত্তর-পশ্চিম ইরানের কাছে একটি দুর্গম এলাকায় এই দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট। একইসঙ্গে তাঁর চপারে থাকা ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও মারা গেছেন।

সংবাদ সংস্থার খবর, রবিবার মাঝ আকাশে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্টের চপারটি।

পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনার পর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। খোঁজ মিলছিল না তাঁদের সঙ্গীদেরও।

প্রবল বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা অত্যন্ত কম থাকাতেই চপারটি দুর্ঘটনার কবল পড়ে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এই দুর্ঘটনার পেছনে আমেরিকা ও ইজরায়েলের ‘ষড়যন্ত্রে নাশকতা’র অভিযোগও সামনে আসছে বলে সংবাদ সংস্থার খবর।

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেই এলাকাটি পার্বত্য এলাকা ও জঙ্গলে ঘেরা অত্যন্ত দুর্গম। খারাপ আবহাওয়া ও দুর্গম অঞ্চল হওয়ার কারণে দুর্ঘটনার পর ব্যাহত হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলের উদ্দেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার গন্তব‍্যে পৌঁছতে পারেনি। তবে ড্রোন ক্যামেরায় ধরা পড়ে পাহাড়ের মধ্যে জ্বলন্ত কিছুর ছবি।

আরও পড়ুন ::

Back to top button