রাজ্যশিক্ষা

গরমের ছুটি শেষ, সোমবার থেকেই খুলছে স্কুল! তবে এখনই যেতে পারবে না পড়ুয়ারা! কেন জানেন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গরমের ছুটি শেষ, সোমবার থেকেই খুলছে স্কুল! তবে এখনই যেতে পারবে না পড়ুয়ারা! কেন জানেন?

আগামী ১০ জুন থেকে খুলছে স্কুল। তবে সরকারি, সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি আরও কিছুটা আগেই শেষ হচ্ছে। ৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল স্কুলগুলিতে।

তবে গরমের তীব্রতা এতটাই বেশি ছিল, পরে ছুটি এগিয়ে আনতে হয়। না হলে ছাত্র ছাত্রীদের নাকাল হতে হচ্ছিল। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছিল অনেকেই। এরপরই ২২ এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দফতর। সেই ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দফতর।

প্রবল দাবদাহ, সঙ্গে ভোট। কিছুটা এগিয়েই আনতে হয়েছিল স্কুলের গরমের ছুটি। এবার একে একে স্কুলের দরজা খোলার পালা। সোমবারই স্কুলশিক্ষা দফতর স্কুল খোলার নির্দেশিকা জারি করেছে।

সোমবার স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন অর্থাৎ পরের সোমবার থেকেই স্কুলে যেতে হবে। যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ।

স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস চালু করা সম্ভব নয়। তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে।

আরও পড়ুন ::

Back to top button