ওপার বাংলাজাতীয়

পেঁয়াজের পর এবার আলু – ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ায় চাপে বাংলাদেশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পেঁয়াজের পর এবার আলু – ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ায় চাপে বাংলাদেশ

দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রফতানি বন্ধ হয়ে গিয়েছে। জানিয়েছেন হিলি-পানামা পোর্ট লিঙ্কের জনসংযোগ কর্তা সোহরাব হোসেন মল্লিক। তিনি জানান, অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যই আলু রফতানি বন্ধ বলে জানা গিয়েছে। ফলে আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ভারত থেকে আলু আমদানি করার অনুমতি ছিল। কিন্তু ১৫ ডিসেম্বর , শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আলু রফতানি বন্ধ হয়ে যায়।

এমনটাই জানা গিয়েছে পানামা পোর্টের তরফে। গত আগস্টেও বাংলাদেশের বাজারে আলুর সংকট দেখা দিয়েছিল। ফলে দাম অতিরিক্ত বেড়ে যায়। কেজি প্রতি আলুর দাম ওঠে ৮০ থেকে ৯০ টাকা।

তাই দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোবর থেকে প্রতিবেশী দেশ থেকে আলু আমদানি করার অনুমতি দেয় হাসিনা সরকার। কিন্তু, ফের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আবার আলু মহার্ঘ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ১৫ ডিসেম্বর বন্ধ হলেও দাম নিয়ন্ত্রণে রাখতে আরও ১৫ দিন আলু আমদানি চালু রাখার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন ::

Back to top button