কলকাতা

ইডেন গার্ডেন্সে ২১ বছর বয়সী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Story Highlights
  • মানসিক অবসাদে ভুগতে থাকা ধনঞ্জয় বারিক ইডেনে মাঠকর্মী হিসাবে চাকরি না পেয়ে আত্মহত্যা করেন

ইডেন গার্ডেন্সে ২১ বছর বয়সী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

ইডেন গার্ডেন্সে সোমবার সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। তাঁর বয়স ২১ বছর। ধনঞ্জয়ের বাবা ও কাকা ইডেনে মাঠকর্মী হিসাবে কাজ করেন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মানসিক অবসাদে ভুগছিলেন ধনঞ্জয়। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, ইডেনে গ্রাউন্ডস্টাফ হিসাবে কাজ করতেন ধনঞ্জয়ের বাবা ও কাকা। সেই কাজেই যোগ দেওয়ার ইচ্ছা ছিল ধনঞ্জয়েরও। তাই পড়াশোনা শেষ করে ওড়িশা থেকে কলকাতায় চলে আসেন তিনি। স্টাফ কোয়ার্টারেই বাবা ও কাকার সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু ইডেন গার্ডেন্সে তিনি আদৌ কাজ পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। সেখান থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ধনঞ্জয়, এমনটাই জানিয়েছেন তাঁর বাবা ও কাকা।

রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়। বেশ কিছুক্ষণ তাঁকে খুঁজে না পেয়ে ময়দান থানায় মিসিং ডায়রি দায়ের করা হয়। তার তদন্ত শুরু হওয়ার পরেই সোমবার ইডেনের গ্যালারি থেকে উদ্ধার হয় ধনঞ্জয়ের ঝুলন্ত দেহ।

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ধনঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখেন এক ব্যক্তি। তার পরেই পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহ। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে।

আরও পড়ুন ::

Back to top button