রাজ্য

গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে লাগবে না কোন টাকা – গ্রাহক সুরক্ষায় ঘোষণা ইন্ডিয়ান অয়েলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে লাগবে না কোন টাকা – গ্রাহক সুরক্ষায় ঘোষণা ইন্ডিয়ান অয়েলের

একাধিক জায়গা থেকে অভিযোগ উঠেছে , গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে গেলেই টাকা চাওয়া হচ্ছে গ্রাহকদের থেকে। যদিও বা বিনামূল্যেই এই কাজটা করার কথা। তবে কোথাও নেওয়া হচ্ছে চার্জ।

রাজ্য জুড়ে অভিযোগ , গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে নাকি চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, টাকা নিয়ে তবেই আধার লিঙ্ক করা হচ্ছে। গ্রাহকদের ১৯০ টাকা দামের সুরক্ষা পাইপ নিতে বাধ্য করা হচ্ছে।

তারই সঙ্গে আধার লিঙ্ক করার জন্য বাধ্যতামূলক চার্জ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আধার লিঙ্ক করানোর জন্য কোনও ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগ করা যাবে ১৮০০২৩৩৩৫৫৫ – টোল ফ্রি নম্বরে।

সংস্থার আশ্বাস, অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে সাথে সাথে পদক্ষেপ করা হবে। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, এই ধরনের সমস্যা মোকাবিলা করতে সংস্থার তরফ থেকে একটি পৃথক দল গঠন করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button