জানা-অজানা

ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Plants that will increase the freshness of the house : ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ - West Bengal News 24

ঘরের সৌন্দর্য বাড়াতে সবুজের বিকল্প নেই। আজকাল যদিও ঘরবাড়ির আয়োতন ছোট হতে শুরু করেছে। তাই বলে কি শখের গাছগুলো লাগাবেন না? অল্প জায়গায় অল্প যত্নে যেসব গাছ আপনার ঘরের সতেজতা বাড়াবে চলুন দেখে নেই:

Plants that will increase the freshness of the house : ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ - West Bengal News 24
ফিলোডেন্ড্রন

ফিলোডেন্ড্রন
ঘরের কোণে কিংবা বাথরুমে ফিলোডেন্ড্রনের মতো লতানো গাছ রাখা যায়। কাঁচের বোতল কিংবা মাটিতে এসকল গাছ রাখা সম্ভব। আপনি চাইলে আসবাবের ওপরেও এই গাছ রাখতে পারেন।

Plants that will increase the freshness of the house : ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ - West Bengal News 24
স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট অন্ধকারেও বড় হতে পারে। বাজারে অনেক ধরণের স্ন্যাক প্ল্যান্ট পাওয়া যায়। বিশেষত শীতে এই গাছ সহজেই বড় হয়।

Plants that will increase the freshness of the house : ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ - West Bengal News 24
ব্যাম্বু প্ল্যান্ট

ব্যাম্বু প্ল্যান্ট
এই চীনা বাঁশগুলো সহজেই বড় হয়। শীতের রুক্ষ্ম আবহে এই গাছ বড় হয় সহজেই।

Plants that will increase the freshness of the house : ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ - West Bengal News 24
ক্যাকটাস

ক্যাকটাস
ক্যাকটাস শীতে আপনার টেবিলে একটি ভালো প্ল্যান্ট হয়ে উঠতে পারে। মূলত হালকা রোদ পেলেই সুন্দর ফুল ফোটে এই গাছে। তাই আপনি ক্যাকটাসও রাখতে পারেন।

Plants that will increase the freshness of the house : ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ - West Bengal News 24
পিস লিলি

পিস লিলি
শীতে পিস লিলি দারুণ সুন্দর একটি গাছ। খুব বেশি জল দিলে এই গাছ মরে যায়। তাই শীতে পিস লিলি সবচেয়ে ভালো গাছ হতে পারে।

আরও পড়ুন ::

Back to top button