জাতীয়

রাজ্যপালের কাছে জমা পদত্যাগ পত্র, বিজেপির সঙ্গ নিলেন নীতীশ কুমার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bihar Politics, Nitish Kumar : রাজ্যপালের কাছে জমা পদত্যাগ পত্র, বিজেপির সঙ্গ নিলেন নীতীশ কুমার - West Bengal News 24

বিহারের রাজনীতিতে ডামাডোল তুঙ্গে। একসময় বিজেপির হাত ছেড়ে আরজেডির হাত ধরে সরকার গঠন করলেও আবার সেই বিজেপির ঘরেই ফিরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রসঙ্গত , ২০২১ সালে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন নীতীশ কুমার। নিজের গদি রক্ষা করা নিয়ে সংশয় থাকায় মাঝপথে চুপিসারে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি, কংগ্রেস, বামেদের হাত ধরেন নীতীশ। বিহারে তৈরি হয় মহাজোটের সরকার।

২৮ তারিখের সব পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিল করেছিলেন নীতীশ। আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ জেডিইউ-র সব বিধায়করা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠকে বসেন নীতীশের সঙ্গে। জেডিইউ-র বৈঠকে বিধায়করা যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নীতীশকে দেন। ১১টার কিছু আগে নীতীশ নিজের বাসভবন থেকে গাড়িতে রওনা দেন রাজভবনের উদ্দেশে। ১১টা ২ মিনিট নাগাদ সেখানে পৌঁছে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র তুলে দেন বলেই খবর।

উল্লেখ্য , ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি-জেডিইউ একসঙ্গে লড়েছিল। বিহারের মোট ৪০ টি লোকসভা আসনের মধ্যে সেবারে বিজেপি জিতেছিল ১৭টি আসনে , জেডিইউ ১৬টিতে। এদিকে বর্তমানে বিধানসভায় জেডিইউ-র ৪৫ জন বিধায়ক আছেন। বিজেপির আছে ৭৮ জন বিধায়ক। যা অনায়াসে ম্যাজিক ফিগার পার করে যাবে সেই রাজ্যে।

উল্লেখ্য , ১৭ মাসের মহাজোট ছেড়ে জেডিইউ যে বিজেপির সঙ্গ নেবে , অতীতে সেই ইঙ্গিত নীতীশের কথাতেই মিলছে। এদিকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে নীতীশকে নিয়োগ করতে চাওয়া হলেও বিহারের মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেননি। উল্লেখ্য , রাজনীতির ময়দানে নীতীশ কুমার পাল্টি কুমার হিসেবেই পরিচিত।

আরও পড়ুন ::

Back to top button