জাতীয়

জল্পনার অবসান, এনডিএ শরিক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nitish Kumar, Bihar Politics : জল্পনার অবসান, এনডিএ শরিক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার - West Bengal News 24

ফের এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। রবিবার সকালেই ইন্ডিয়া জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেন জেডিইউ প্রধান। কয়েক ঘণ্টার মধ্যেই ১২৮ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান তিনি এবং তারপর শুরু হয় শপথ গ্রহণ।

এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এদিন বিহারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস পাসোয়ান) এর সভাপতি চিরাগ পাসওয়ান। গত নির্বাচনে চিরাগ পাসওয়ান তীব্রভাবে নীতীশের বিরোধিতা করেছিলেন। এনডিএ থেকে বেরিয়ে গিয়ে নীতীশের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছিলেন।

নীতিশের পাশাপাশি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী। তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে বলে অনুমান। সম্রাট চৌধুরী ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির বিজয় কুমার সিনহা , ডা: প্রেম কুমার, জেডিইউয়ের বিজেন্দ্র প্রসাদ যাদব, বিজয় কুমার চৌধুরী, শ্রাবন কুমার, হিন্দুস্তান আওয়ামি মোর্চার সভাপতি ডা: সন্তোষ কুমার সুমন , নির্দল বিধায়ক সুমিত কুমার সিং।

আরও পড়ুন ::

Back to top button