জাতীয়

কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাড়ল রান্নার গ্যাসের মূল্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Gas Price Hike : কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাড়ল রান্নার গ্যাসের মূল্য - West Bengal News 24

আজ ১ ফেব্রুয়ারি ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করা হল। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাড়ল রান্নার গ্যাসের মূল্য।

এ দিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ঘোষণা করা হয়, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৫৫. ৫০ টাকা। আগে খরচ হত ১৭৬৯ টাকা ৫০ পয়সা। তবে ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় হোটেল-রেস্তোরাঁয়। প্রতি মাসেরই শুরুতে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বিচার করে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম কমানো বা বাড়ানো হয়।

আরও পড়ুন ::

Back to top button