জাতীয়

৫০ বছর আগে কিনেছিলেন ITC ‘ র শেয়ার, বর্তমানে টাকার অঙ্ক কত জানেন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৫০ বছর আগে কিনেছিলেন ITC ' র শেয়ার, বর্তমানে টাকার অঙ্ক কত জানেন?

শেয়ার, স্টক মার্কেট- সম্পর্কে কোনও ধারনাই ছিল না তাঁর। অথচ শেয়ার বিক্রির টাকাতেই কোটিপতি হয়ে গেলেন তিনি। তবে টাকার অঙ্ক এতটাই বেশি ছিল যে সেটা উদ্ধার করতেও বেগ পেতে হয় বৃদ্ধাকে। এটা কোন বলিউডের কোন গল্প নয় , এটা রাঁচির খোদ বাস্তব প্রতিফলন।

তথ্য অনুযায়ী , ঐ বৃদ্ধার বাবা ১৯৭০ সালে আইটিসি লিমিটেডের ৪২০ টি শেয়ার কিনে রেখেছিলেন। তখন সংস্থার ব্যবসা ফুলেফেঁপে ওঠেনি। কিন্তু বর্তমানে সেই আইটিসি-ই দেশের সবথেকে বড় এফএমসিজি সংস্থা। ব্যবহারের না ফলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে কী হবে , শেয়ারের দাম তো বেড়েই চলছিল।

তবে বার বার চেষ্টা করার ফলে প্রায় ৫ মাসের চেষ্টায় মেলে সেই টাকা। ঐ টাকা উদ্ধার করতে সচেষ্ট হন বৃদ্ধার ছেলে। তিনি বাইরের একটি সংস্থার সাহায্য নেন। তারাই নথির ব্যাপারে সাহায্য করেন বৃদ্ধাকে। এরপর আইটিসি-কে চিঠি লিখে টাকার কথা জানানো হয়।

আরও পড়ুন ::

Back to top button