জাতীয়

লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করা হবে সিএএ – ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amit Shah about CAA : লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করা হবে সিএএ – ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - West Bengal News 24

সিএএ কবে কার্যকর হবে তা নিয়ে বিজেপির অন্দর থেকেই চাপ বাড়ছিল কেন্দ্রের উপরে৷ কারণ পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনে সিএএ-কেই হাতিয়ার করতে চায় বিজেপি৷ ২০১৯ সালে সিএএ আইন প্রণয়ন করে কেন্দ্র৷ যদিও তার পর প্রায় পাঁচ বছর কেটে গেলেও সিএএ-কে এখনও কার্যকর করা হয়নি৷

অমিত শাহ জানিয়েছেন, নতুন এই আইনের জন্য বিধি তৈরির প্রক্রিয়া সম্পন্ন হলেই সিএএ-কে কার্যকর হবে৷ লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করা হবে সিএএ৷ এ দিন ফের নয়াদিল্লিতে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে অবশ্য তাঁর আশ্বাস, সিএএ কার্যকর হলেও কেউ নাগরিকত্ব হারাবেন না৷

অমিত শাহও দাবি করেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি একাই অন্তত ৩৭০টি আসন দখল করবে৷ এনডিএ ৪০০ আসনের লক্ষ্যমাত্রা ছোঁবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ অমিত শাহের দাবি, কংগ্রেস সহ বিরোধী দলগুলিও বুঝতে পেরেছে যে এবারও তাদের বিরোধী আসনেই বসতে হবে৷

২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ঐ আইনানুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি।

লোকসভার জন্য বিজেপি CAA অস্ত্রে শান দিচ্ছে বলেই দাবি করেন মমতা। তিনি বলেছিলেন, ‘‘এখন ক্যা-ক্যা করে চিৎকার করছে। এটা ক্যা-ফ্যা ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। নাগরিক না হলে তারা ভোট দিতে পারত ?’’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে , সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে।

আরও পড়ুন ::

Back to top button