রাজ্য

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার – ২৪ ঘণ্টার মধ্যে নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sandeshkhali Incident : সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার – ২৪ ঘণ্টার মধ্যে নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের - West Bengal News 24

অভিযোগ, দিনের পর দিন মহিলাদের উপর চলেছে অকথ্য নির্যাতন। রাতে পার্টি অফিসেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। জ্বলছে সন্দেশখালি। তেতে উঠেছেন এলাকার মহিলারা। বিগত কয়েকদিনে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছেন সন্দেশখালির মহিলারা।

কোণঠাসা উত্তম সর্দার, শিবু হাজরার মতো নেতারা। সূত্রের খবর, এবার সন্দেশখালিতে মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালি নিয়েও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। নির্দেশ এমনটাই।

বিগত কয়েকদিন ধরেই গর্জে উঠেছেন সন্দেশখালির লোকজন। জ্বলে ছারখার হয়ে গিয়েছে উত্তম-শিবুদের একের পর এক পোল্ট্রি ফার্ম। আগুন জ্বলেছে বাগান বাড়িতে। বেশ কয়েকজন গ্রামবাসীকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ।

উত্তেজনার আবহেই শনিবার সকাল থেকে সন্দেশখালিতে অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে ১৪৪ ধারা। সন্দেশখালি কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি তুলে এদিন সকালেই রাজভবনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। ২৪ ঘণ্টার ডেডলাইনও বেঁধে দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ::

Back to top button