জাতীয়

ভারত ও রাশিয়ার সম্পর্কে ভুল ধরানোর চেষ্টা করছে আমেরিকা – বিস্ফোরক ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারত ও রাশিয়ার সম্পর্কে ভুল ধরানোর চেষ্টা করছে আমেরিকা - বিস্ফোরক ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

ভারত এবং রাশিয়ার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে আমেরিকা। দীর্ঘদিনের দুই বন্ধু দেশকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করলেন ভারতে নিযুক্ত রাশিয়ার দূত ডেনিস আলিপোভ।

নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরির জন্য ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন। রাশিয়ান সংবাদমাধ্যম আরটি নিউজ এজেন্সিতে প্রকাশিত ডেনিসের সাক্ষাৎকার উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভরসাযোগ্য, আন্তরিক, শুভাকাঙ্খী এবং দীর্ঘদিনের বন্ধু হিসেবে ভারতে খ্যাতি আছে রাশিয়ার। ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, সেটার কারণেই মূলত এই ভাবমূর্তি তৈরি হয়েছে। যে ভাবমূর্তি এখনও আছে।’

রাশিয়ার সংবাদমাধ্যমে দেওয়া তাঁর সাক্ষাৎকার উদ্ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার দূত বলেছেন যে , ‘কোনও কোনও ভারতীয় সহযোগীকে সতর্কভাবে চলতে হচ্ছে। সত্যি কথা বলতে কখনও কখনও সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেকেই আছে, যাদের কাছে এরকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।’

রুশ সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে যে , রাশিয়ার দূত বলেছেন, ‘যে মার্কিন আধিকারিকরা এখানে আসেন, তাঁরা একেবারে সরাসরি এটা বলতে কুণ্ঠাবোধ করেন না যে তাঁরা নয়াদিল্লিকে মস্কোর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন। পরোক্ষভাবে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিতেও পিছুপা হচ্ছেন না তাঁরা।’ যদিও তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন ::

Back to top button