প্রযুক্তি

আপনার টিকিট ওয়েটিং লিস্টে ! চিন্তা নেই, রয়েছে IRCTC

আপনার টিকিট ওয়েটিং লিস্টে ! চিন্তা নেই, রয়েছে IRCTC

IRCTC এর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যদি রেলের টিকিট বুক করেন আপনি, তাহলে জেনে রাখুন IRCTC নিয়ে অটো পে নামে এক বিশেষ ফিচার। ঠিক সময়ে টিকিট কাটলেও অনেক সময় তা নিশ্চিত হয় না।

তবে টাকা ফেরত পাওয়া যাবে কি না, তার জন্য অনেক সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। তবে এবার আর অপেক্ষা নয়। টাকা ফেরত আসবে সঙ্গে সঙ্গে।

যদি কোনও যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে থেকে যায়, তাহলে টাকার জন্য অপেক্ষা করতে হয়। টাকা ফেরতের জন্য আর অপেক্ষা করতে হবে না।

আপনি যদি একটি তৎকাল টিকিট বুক করেন এবং সেটা ওয়েটিং লিস্টে আসে, তাহলে আপনাকে শুধুমাত্র তৎকাল ফি দিতে হবে। আর কোনও টাকা দিতে হবে। বাকি টাকা অবিলম্বে ফেরত দেওয়া হবে।

IRCTCর অ্যাপ বা ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে নামে একটি বিকল্প থাকছে। সেখানে গেলেই এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। আপনি যখন এই অপশন থেকে টিকিট বুক করবেন, তখন আপনাকে সঙ্গে সঙ্গে কোনও টাকা দিতে হবে না।

আপনার সিট যদি নিশ্চিত হয় তবেই আপনার টাকা কেটে নেওয়া হবে। সিট কনফার্ম না হলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে।

আরও পড়ুন ::

Back to top button