রাজনীতিরাজ্য

দিল্লির জেএনইউতে সন্দেশখালির ছায়া – সৌজন্যে সুকান্ত মজুমদার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sukanta Majumdar : দিল্লির জেএনইউতে সন্দেশখালির ছায়া – সৌজন্যে সুকান্ত মজুমদার - West Bengal News 24

শনিবার সন্ধ্যায় দিল্লির জেএনইউতে ছাত্র-ছাত্রীদের সামনে সন্দেশখালির বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন বঙ্গ পদ্ম সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এবিভিপির আমন্ত্রণে আজ দিল্লির জেএনইউ ক্যাম্পাসে উপস্থিত থাকবেন সুকান্ত।

শনিবার শিপ্রা হস্টেল ইউনিভার্সিটি ক্যাম্পাসেই সন্দেশখালি ইস্যুতে এক আলোচনায় অংশ নেবেন সুকান্ত মজুমদার। গত কয়েকদিন ধরেই সন্দেশখালিকে সামনে রেখে উত্তাল রাজ্য রাজনীতি।

দেশের বিভিন্ন রাজ্যেও ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনাকে নিয়ে সরব হয়েছে পদ্ম নেতারা। শুধুমাত্র দুর্নীতি নয়, লোকসভা ভোটের প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালি। পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়ে মোটেই যে চিন্তিত নয় সরকার কিংবা পুলিশ প্রশাসন, পদ্ম শিবির সেটাও মানুষের সামনে তুলে ধরবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুধুমাত্র রাজ্য বিজেপি নয়, সন্দেশখালি ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করতে চাইছে গেরুয়া শিবির। এই প্রেক্ষাপটে বঙ্গ বিজেপির সভাপতি দিল্লির জেএনইউ ক্যাম্পাসে সন্দেশখালি নিয়ে আলোচনায় অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি দিল্লিতে বিজেপির দু’দিনের জাতীয় অধিবেশনেও রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসে। লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে সন্দেশখালির ‘ভয়াবহ’ নানান ঘটনাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চায় গেরুয়া শিবির।

আরও পড়ুন ::

Back to top button