রাজ্য

রাজ্যের শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু – ১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যের শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু - ১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

রাজ্যের তরফেই পশ্চিমবঙ্গের শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে – মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্নামঞ্চ থেকেই৷ কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে আর থাকবেন না৷

সূত্রের খবর, আজ ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ, এই পাঁচ দিনের মধ্যে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া চলবে গ্রামে গ্রামে৷ যার জেরে উপকৃত হতে চলেছেন বাংলার কয়েক লক্ষ মানুষ৷ প্রথমে জানানো হয়েছিল, ২১ ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের বকেয়া টাকা রাজ্যের তরফে মেটানোর কাজ শুরু হবে৷ পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান, শ্রমিকের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকা প্রয়োজন৷

এবার জিটিএ সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু’হাজার ৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএ’‌র প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা। ২৬ ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হল।

এদিকে, শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ককা অবলম্বন করছে নবান্ন। বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ গিয়েছে, ‘‘শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই দেওয়া হবে টাকা। একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে। সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন। আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে। চালু করতে হবে কন্ট্রোল রুমও।’’

আরও পড়ুন ::

Back to top button