রাজ্য

নজরে জঙ্গলমহল – লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : নজরে জঙ্গলমহল – লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের - West Bengal News 24

২০২১ সালেও এই জেলার একাধিক বিধানসভায় হার হজম করতে হয়। যদিও পঞ্চায়েত ভোটে এই জেলায় ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। লোকসভায় হারানো আসন পুনরুদ্ধারে তাই সচেষ্ট তৃণমূল কংগ্রেস। নজরে জঙ্গলমহল – লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

২০২১ বিধানসভা ভোটে এই লোকসভার বিধানসভায় – বলরামপুর– তৃণমূল কংগ্রেস-৮৯,০৯৮, বিজেপি- ৮৯,৫২১, বাঘমুন্ডি – তৃণমূল কংগ্রেস ৭৫,৯, ০৫, বিজেপি ৬১,৯৩৬, জয়পুর– তৃণমূল কংগ্রেস ৩৫,৪২৯, বিজেপি ৭৪,৩৮০, পুরুলিয়া– তৃণমূল কংগ্রেস ৮২,৭১৫, বিজেপি- ৮৯,৭৩৩, মানবাজার- তৃণমূল কংগ্রেস ১,০৩,২৯৮, বিজেপি- ৮৭,৭৮২, কাশিপুর- তৃণমূল কংগ্রেস ৮৫,৫৫১, বিজেপি ৯২,৯৩৮, পারা– তৃণমূল কংগ্রেস ৮৩,৩৪০, বিজেপি ৮৭,৩৪৭ ৷

বাঘমুন্ডি ও মানবাজারে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। অল্প ভোটে পিছিয়ে যায় বলরামপুর আসনে। ২০২১ সালে ঝাড়গ্রাম লোকসভার সাথে সংযুক্ত বান্দোয়ান বিধানসভায় তৃণমূল কংগ্রেস পায় ১,১৩,৩৩৭ ভোট। বিজেপি পায় ৯৪,৫০৬ ভোট। ২০১৯ লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৪,৬৩,৩৭৫, বিজেপি পেয়েছিল ৬,৬৮,১০৭ ভোট জয়ের ব্যবধান ছিল ২,০৪,৭৩২ ৷

আরও পড়ুন ::

Back to top button