ক্রিকেট

ক্রিকেট থেকে অবসর নিলেও কি করেন এখন মহেন্দ্র সিং ধোনি ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mahendra Singh Dhoni : ক্রিকেট থেকে অবসর নিলেও কি করেন এখন মহেন্দ্র সিং ধোনি ? - West Bengal News 24

ক্রিকেট থেকে অবসর নিলেও, ভক্তদের মধ্যে তাঁর জনপ্রিয়তা একই রকমের রয়ে গিয়েছে। প্রশ্নটা ভক্তদের মনে জাগে , ক্রিকেট থেকে অবসরের পর এখন কী করেন ধোনি ?

কড়ক নাথ মুরগি পালন করছেন দেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর সবথেকে বড় বিষয় হল, এই ব্যবসা শুরুর জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, মাত্র কয়েক লাখ টাকা পুঁজি দিয়েই এই ব্যবসা শুরু করা যায়।

কড়কনাথ হল এক ধরনের মুরগির প্রজাতি, যা প্রধানত মধ্য প্রদেশে পাওয়া যায়। তবে এখন দেশের অন্যান্য রাজ্যেও পোল্ট্রি ফার্মের কড়কনাথ মুরগি পালন করা হচ্ছে।কড়কনাথ মুরগি খেতেও খুবই সুস্বাদু।

দিল্লি, মুম্বই থেকে শুরু করে কলকাতায় ধীরে ধীরে বাড়ছে কড়কনাথ মুরগির চাহিদা। এমনি পোলট্রি মুরগি পালন করার বদলে কড়কনাথ মুরগি পালন করলে আয় কয়েক গুণ বেড়ে যাবে। কড়কনাথ মুরগির যেমন চড়়া দাম, তেমনই দাম ডিমেরও। কড়কনাথ মুরগির একটি ডিমের দামই ৫০ টাকারও বেশি। কড়কনাথ মুরগির মাংস বিক্রি হয় ১০০০ টাকা প্রতি কেজিতে।

আরও পড়ুন ::

Back to top button