কলকাতা

লোকসভার আগেই প্রধানমন্ত্রীর সৌজন্যে ৩ রুটে নতুন মেট্রো পাবে কলকাতা ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লোকসভার আগেই প্রধানমন্ত্রীর সৌজন্যে ৩ রুটে নতুন মেট্রো পাবে কলকাতা ?

লোকসভার আগেই প্রধানমন্ত্রীর সৌজন্যে ৩ রুটে নতুন মেট্রো পাবে কলকাতা? রাজ্য বিজেপি সূত্রে খবর, ৫ মার্চ ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেই সফরে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তারই মধ্যে মোদি কলকাতার তিন মেট্রো লাইনের তিনটি নয়া অংশের উদ্বোধন করতে পারেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

সূত্রের খবর, কলকাতায় এসে পরদিন তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করবেন মোদি। তারাতলা-মাঝেরহাট ও রুবি-গড়িয়া একই দিনে উদ্বোধন হতে চলেছে। সব প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সূত্রের খবর, গঙ্গার নীচের মেট্রো লাইনে নিজে গিয়ে পরিদর্শন করার সম্ভাবনাও রয়েছে প্রধানমন্ত্রীর। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, সেদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চেপে যাওয়ার যে স্বপ্ন দেখছেন মানুষ, তা সেদিনই পূরণ হতে পারে।

আরও পড়ুন ::

Back to top button